উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের শাহাদত হোসেন মিঠুর স্ত্রী রুবিনা আক্তার পুতুল (৩০)। তাদের দুজনের মধ্যে মনমালিন্য হয়। এরই প্রেক্ষিতে বুধবার বিকেল ৫টায় স্বামীর সাথে অভিমান করে রুবিনা আক্তার পুতুল বসতঘরের আড়ার সাথে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।