উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে গাছ কাটতে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে উজিরপুর উপজেলার দক্ষিন হারতা ৯নং ওয়ার্ডের মোঃ মজিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) গাছ কাটার সময় মাথায় আঘাত প্রাপ্ত হয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সে মৃত্যুবরন করে।
এদিকে ওই যুবকের অকাল মৃত্যুতে পরিবারসহ পুড়ো এলাকায় শোকের মাতম বইছে।