২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

শেবাচিমের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় তিন জন করোনা পজিটিভসহ ১২ জন মারা গেছেন। একই সময় পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫২.৬৫ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ রোগী। যাদের মধ্যে ১৪ জন পজিটিভ রোগী ছিলেন।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৪ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ২৭ জন পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২ রোগী।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩০১ রোগীর মধ্যে করোনা শনাক্ত রয়েছেন ১৩৩ জন। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত বুধবার রাতের সর্বশেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২.৬৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি হয়েছেন ছয় হাজার ১৭৮ জন। এদের মধ্যে এক হাজার ৯০০ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়েছে বাড়ি ফিরেছেন চার হাজার ৮৩২ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৪৯০ জন। আর মারা গেছেন এক হাজার ৫৫ জন। করোনা পজিটিভ ছিলেন ২৯৩ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ