৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও আহত সুত্রে জানা যায়- উজিরপুর পৌরসভা ৫নং ওয়ার্ডের আঃ ছত্তার সরদার গংদের সাথে জমি-জমা নিয়ে একই বাড়ীর জাহাঙ্গির হোসেন সরদার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় ২৫ মে বিকেলে প্রতিপক্ষ ছত্তার হোসেন সরদারের ছেলে সন্ত্রাসী খসরুজ্জামান সরদার(৩৬), স্ত্রী মোসাঃ হিরোনা বেগম(৫৫), বেল্লাল হোসেন সরদার(৩৮) মিলে দেশীয় ধারালো অস্ত্র, সাজে সজ্জিত হয়ে বসতবাড়ীর সম্মুখে মৃত আশ্রাব আলি সরদারের ছেলে আক্তার হোসেন সরদার(৩৬), জাহাঙ্গির সরদারের ছেলে জাওয়াত হোসেন রাফি সরদার(২১), মৃত আলি আকবর সরদারের ছেলে মিজান সরদার(৪০) কে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল আসার টের পেয়ে হামলাকারীরা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পরবর্তীতিতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আহত আক্তার হোসেন ও রাফিকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মিজান সরদারের অবস্থা বেগতিক হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের কোপের আঘাতে দ্ইু যুবকসহ ৩ জনের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

এ ঘটনায় ২৬ মে জাহাঙ্গির হোসেন সরদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-২৪।

আহত মিজান সরদার জানান- আমাদের জমি থেকে উৎখাত করার জন্য হত্যার উদ্দেশ্যে আমাদেরকে কুপিয়েছে ওই সন্ত্রাসীরা। এরপরেও ক্ষ্যন্ত হয়নি ওই সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও হত্যা করে লাশ ঘুম করে ফেলার হুমকি দিচ্ছে। হুমকীর মুখে আতঙ্কে রয়েছি আমরা।

এ ব্যাপারে অভিযুক্তদের যোগাযোগ করতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।

অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান- মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে আসামী খসরুজ্জামান সরদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

ওই প্রভাবশালী হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ