৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হুন্ডিবাজদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিলে সৌদিআরব থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে ভোট বিপ্লবে চমক দেখাতে চান হাতি মার্কার মেয়র প্রার্থী আসাদুজ্জামান ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে পিতা পুত্রকে মারধর  পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে "সেনা নিকেতন" এর চাবি হস্তান্তর সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে যায়যায়দিন- ববি ভিসি উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে কুপিয়ে জখম  লম্পটের লালসার শিকার হয়ে এসএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা ।। বাউফলে কোস্ট গার্ডের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বরিশালে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মিয়াকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা পিরোজপুরের দুই ওসির বিরুদ্ধে ‘চিরকুট’ লিখে থানার পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যা

উজিরপুরে জলাধার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন-এমপি শাহে আলম

উজিরপুর প্রতিনিধি ঃ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘‘আমার গ্রাম, আমার শহর’’ এই প্রতিপাদ্য বিষয়কে বাস্তবায়িত করতে গ্রামীণ জনপদে নাগরিকদের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৩শ থেকে ৪শ হাউজ কালেকশনের জন্য ১ লক্ষ লিটারের ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম।

তিনি ৩ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার হারতায় এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আক্তার হোসেন খান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অমল মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়, সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, ওটরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, বিশিষ্ট ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা বরুন কুমার মিত্র, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোর্শেদা পারভীন প্রমূখ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কীমের আওতায় ২ কোটি টাকা ব্যয়ে হারতা বাজার উত্তরপাড় এলাকায় নিরাপদ সুপেয় পানি সরবরাহের জন্য জলাধার নির্মাণ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুলতান এন্টারপ্রাইজ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ