উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গতকাল আছর নামাজবাদ বিএনপির কার্যালয়ে থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় থানা বিএনপির সাধারণ সম্পদাক মোঃ হুমায়ুন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইদ্রিস বালী, বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, থানা বিএনপির সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, সাংগঠনিক এ্যাডঃ আসাদুজ্জামান বাদশা। এ ছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান টুলু, হেমায়েত উদ্দিন খলিফা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ছত্তার মল্লিক, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মীর, পৌর যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, থানা কৃষকদলের আহবায়ক ফাইজুল হক রাড়ী, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান গোমস্তা, ছাত্রদলের আহবায়ক মনির হোসেন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন প্রমূখ। আলোচনা সভাশেষে দোয়া অনুষ্ঠিত হয়।
