উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে প্রায় ২ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শংকরপুর গ্রামের চেরাগ আলী হাওলাদারের বাড়ি থেকে মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে রেজভী হাওলাদার(৩৮)কে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশের এস,আই কাজী ওবায়দুল কবির, মোঃ সিদ্দিক, বেলায়েত হোসেন, এ,এস,আই তোফাজ্জেল হোসেন, সফিকুল ইসলামসহ একদল চৌকস ডিবি পুলিশের দল। পরে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণী(ক) ধারায় ডিবি পুলিশের এসআই ওবায়দুল কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।