নিজস্ব প্রতিবেদকঃ- বরিশালের উজিরপুর বরাকোঠা ইউনিয়নের গাববাড়িতে বিদ্যুৎ লাইনের উপর থেকে ডিস ক্যাবেল নেটওয়ার্কের তার টানতে গিয়ে, ইয়াছীন (১৪) নামক এক কিশোর বৈদ্যুতিক শক খেয়ে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে,স্থানীয় ভাবে জানা যায়,ক্যাবেল নেটওয়ার্ক এর মালিক স্থানীয় মো বারেক হাওলাদার সামান্য অর্থের লোভ দেখি ঐ কিশোরকে দিয়ে তার টানে ডিস সংযোগের কাজ করার ছিলেন, কিশোরটি স্থানীয় আশ্রাফ আলীর ছেলে, এ দুর্ঘটনায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়।
