নিজস্ব প্রতিবেদক।। বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনার জের ধরে শিল্পী আক্তার (৩৫) কে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২:৩০ টায় নিজ বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ১ নং ওয়ার্ড মশাং গ্রামের বাসিন্দা লিটন সরদারের স্ত্রী।
বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা যায় , বৃহস্পতিবার শিল্পী আক্তারের ছোট্ট ছেলে নূর হোসেনের সাথে একই এলাকার বাসিন্দা হেমায়েত এর ছোট্ট বাচ্চা আলিফের সাথে মারামারি হয়। ছোট্ট বাচ্চাদের সামান্য বিষয় নিয়ে শুক্রবার আলিফ এর বড় ভাই আমিনুল ভুক্তভোগীর শিশু সন্তানকে মারধর করে। এ সময় তার ডাক চিৎকার শুনে শিল্পী আক্তার বাঁচাতে আসলে তাকে আমিনুর, হেমায়েত ,শিউলি সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে ।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।