উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্যাতনে কাজের মহিলার কান বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের প্রতিপক্ষ প্রভাবশালী ইসমাইল হাওলাদার ও তার ছোট ভাই জিহাদ হাওলাদার,মাতা মাসুদা বেগম মিলে ছাগলে সবজি বাগান খাওয়ার অযুহাত দেখিয়ে ২৯ আগষ্ট সন্ধ্যা ৭ টায় একই গ্রামের মৃত সাদেক সিকদারের স্ত্রী অসহায় রানু বেগম(৬০)কে ঘর থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বোহরকাঠী বাজার নামক স্থানে নিয়ে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে এবং কান বিছিন্ন করে ফেলেছে। এসময় ডাকচিৎকার করলে প্রতিপক্ষরা পরিহিত স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে পরবর্তীতিতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বির দর্পে চলে যায়। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত হতদরিদ্র বিধবা নারী রানু বেগম বাদী হয়ে ৩০ আগষ্ট উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আহত রানু বেগম জানান আমার স্বামী ৫ বছর পূর্বে মারা গেছে। আমি ঈদগাঁহ বাজারে দোকোনে দোকানে পানি দেই এবং মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে ঝিয়ের কাজ করে দুমুঠো খাবার যুগিয়ে কোন রকম সংসার চালাচ্ছি। আমাদের বসবাসের জন্য কোন যায়গা জমি নেই। হাটের সরকারি জমিতে বাশের ছাউনি দিয়ে ঘর তৈরি করে কোন রকম ঠাই নিয়েছি । গরীব অসহায় হওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে সর্ব শরীরের ইট দিয়ে আঘাত করেছে ও লাঠি দিয়ে পিটিয়েছে ওই সন্ত্রাসীরা। এরপর আমার কান ছিড়ে ফেলে স্বামীর স্মৃতি একজোরা সোনার দুল ছিল তাও নিয়ে যায় এবং এ বিষয়ে মামলা করলে আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকী দেয় ইসমাইল হাওলাদার। অভিযুক্তদের বাড়ীতে পাওয়া যায়নি। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যায়কারীরা কোনক্রমেই ছাড় পাবেনা।
