উজিরপুর প্রতিনিধি :: উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত ২ কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টায় কাউন্সিলর প্রার্থী ফরিদ হোসেনের সমর্থকরা মিছিল নিয়ে তার নির্বাচনী অফিসে যাওয়ার পথে কাউন্সিলর প্রার্থী অসীম ঘরামীর সমর্থকরা মোটরসাইকেল যোগে গণসংযোগকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি সংঘটিত হয়। এতে কাউন্সিলর প্রার্থী ফরিদ হোসেনের স্ত্রী সাবিনা বেগম আহত হলে তাকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী অসীম ঘরামী জানান, ফরিদ হোসেনের একটি মিছিল যাচ্ছিল। পাশেই আমার সমর্থক কাউয়ুম হোসেনসহ কয়েকজন সমর্থক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ফরিদ হোসেনের সমর্থকরা তাদেরকে এলোপাথাড়ি মারধর করে। এতে কাইয়ুম হোসেন আহত হয় এবং মোটরসাইকেল ভাংচুর করে।
অপরদিকে কাউন্সিলর প্রার্থী ফরিদ হোসেন জানান, আমার মিছিলকে লক্ষ্য করে অসীম ঘরামীর সমর্থকরা হামলা চালায়। এসময় আমার স্ত্রী আহত হয় এবং নির্বাচনে ব্যবহৃত মাইক ভাংচুর করে।’