৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

উজিরপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামের বাবু সরদারের বাড়ি সংলগ্ন কচা নদী থেকে অজ্ঞাত নারীর (আনুমানিক ২০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার অভিযানে থাকা উজিরপুর থানা পুলিশের এএসআই মাহাতাব জানান, দুপুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে মরদেহটি ৪ থেকে ৫ দিন আগের। মরদেহটি ভাসতে ভাসতে সন্ধ্যা নদী থেকে কচা নদীতে প্রবেশ করে।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ