২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

উজিরপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত


নিজস্ব প্রতিবেদক: উজিরপুরের হারতা জামির বাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গতকাল সকাল ৮ টার দিকে তাদের মৃত বাবার সমাধি নির্মান করতে গেলে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।

হাসপাতালে আহত সূত্রে জানাগেছে, মৃত দেবেন্দ্রনাথ হালদারের ছেলে নারায়ন চন্দ্র হালদার ও ধীরেন্দ্রনাথ হালদারদের সাথে প্রতিবেশি রমনি হালদার ও সুবাস হালদারদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

গতকাল সকালে নারায়ন চন্দ্র হালদারের পরিবার তাদের নিজের জমিতে মৃত বাবার সমাধি নির্মানের কাজ শুরু করলে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় রমনি হালদার, সুবাস হালদার, উপেন, শ্যামল, রওন, ধলু, বসু, নিত্যনন্দন দেওরি, বিমল, ভুপেন, পঙ্কজ সহ অজ্ঞাত ৭/৮ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা ধীরেন্দ্র নাথ হালদার (৫৫), শংকর হালদার (৫২), রেবা(৩৮), নারায়ণ চন্দ্র হালদার (৬৫), রব্বানী (৪০), কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর যখম করে। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ