উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে এক বখাটে বিয়ের প্রলোভন দেখিয়ে হতদরিদ্র প্রতিবন্ধী ৮ম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়- উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে বখাটে আজিজুল বিশ্বাস(২০) বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের হতদরিদ্র মোঃ শহিদুল ইসলাম বেপারীর মেয়ে প্রতিবন্ধী ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে প্রথমে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলেছে। পরবর্তীতে সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ওই ছাত্রীর নানা বাড়ী ও লম্পটের বাড়ী একই বাড়ীতে হওয়ার সুবাধেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সর্বশেষ ১৮ জুলাই ছাত্রী তার নানা বাড়ীতে গেলে গভীর রাতে বখাটে আজিজুল তাকে ফোন করে ডেকে বাড়ীর পাশ্ববর্তী নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তাদেরকে বাড়ীর লোকজন হাতে নাতে ধরে ফেলে। পরের দিন এ ঘটনা এলাকায় জানাজানি হয়। প্রভাবশালী বখাটের পরিবারের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছেনা হতদরিদ্র ছাত্রীর পরিবার।
এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালীরা।
এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।