নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুরে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাত ৮ টায় উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জের রুমে সভা অনুষ্ঠিত হয়। উজিরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও মাদক নির্মূল করতে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত ওসি আলী আর্শাদ ও ওসি(তদন্ত) মো: মমিন উদ্দিন। সভায় উপিস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: রহিম সরদার, সাবেক সভাপতি মহাসিন মিঞা লিটন, হেমায়েত উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি নাসির উদ্দিন বালী অপু, যুগ্ম-সম্পাদক নাসির শরীফ, কোষাধক্ষ মিজানুর রহমান রনি, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না, ক্রীয়া সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, সদস্য কল্যান কুমার চন্দ, সৈয়দ নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্র ও মাদক নির্মূলে বিগত দিনের ন্যায় থানা পুলিশকে সাবির্ক সহযোগিতা করার আশ্বস্থ করেন। উল্লেখ্য, হত্যা মামলার একমাত্র নারী আসামিকে রিমান্ডে এনে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় গত সোমবার উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান ও পরিদর্শক(তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
