২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

উজিরপুরে বখাটে কর্তৃক ৮বছরের শিশুকে বলাৎকার, শালিষ করলেন কথিত ইউপি সদস্য

উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে বখাটে কর্তৃক ৮বছরের এতিম শিশুকে বালৎকারের অভিযোগ। শালিষির নামে ঘটনা ধামাচাপা দিলেন কথিত ইউপি সদস্য। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ওমর আলি সরদারের ছেলে বখাটে মেহেদী হাসান সরদার(১৯) মঙ্গলবার দুপুরে ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে বখাটের পুরুষাঙ্গ মুখে দেয় এবং বলাৎকার করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর নানী জাহানারা বেগম। এছাড়াও শিশুটি অসুস্থ হয়ে পরলে। পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে অকপটে বখাটের কূ-কৃতি ফাঁস করে শিশুটি। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য মোঃ সুমন হাওলাদার হারিছের নাম ভাঙ্গিয়ে তার নিকট আত্মীয় কথিত ইউপি সদস্য মোঃ সেলিম হাওলাদার ঘটনার দিন রাতে উভয় পক্ষকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়।

শিশুর নানী আরো বলেন- ইতিপূর্বেও বখাটে মেহেদী হাসান আরো দুই শিশুকে বলৎকার করেছিল। তার অপকর্মের মাত্রা চরমে পৌঁছেছে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে, মেম্বর না হয়েও এলাকার প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজের আখের গোছাচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে পালিয়ে বেড়াচ্ছে। তবে তার পরিবারের লোকজন জানায় একই বাড়ির মামা-ভাগিনার বিষয়। তাই মেম্বারের সহযোগী সেলিম হাওলাদার মিমাংসা করেছে।

এ ব্যপারে কথিত ইউপি সদস্য সেলিম হাওলাদার বিষয়টি এড়িয়ে যান।

ইউপি সদস্য মোঃ সুমন হাওলাদার হারিছ জানান- বিষয়টি আমার জানা নেই। তবে সেলিম হাওলাদার আমার ভগ্নিপতি। সে আমাকে কিছুই জানায় নি।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান- বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ