২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উজিরপুরে বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার বহিস্কার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা ::: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা জোড়া খুনের মামলার আসামী সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.ইলিয়াস হাওলাদারকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আনোয়ার হোসেন মল্লিক ও সদেস্য সচিব মো.হুমায়ন খানের সাক্ষরিত ওই চিঠিতে সংগঠন পরিপন্থি ও শৃংখলা ভঙ্গের দায়ে ১ নং সাতলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদকসহ দলের সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ন আহব্বায়ক আনোয়ার হোসেন মল্লিক।

তিনি বলেন, বার বার মৌখিক ভাবে সতর্ক করার পরেও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের কারনে তাকে ১ নং সাতলা ইউনিয়ন-বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হল।

বহিস্কারকৃত ইলিয়াস হাওলাদার সাতলা বাজারের ব্যাবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদারের হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ও উজিরপুর উপজেলা যুবলীগ নেতা আসাদ হাওলাদারের বড় ভাই গত ২৪ আগষ্ট দিবাগত রাত ১০ টার দিকে সাতলা বাজারের ব্যাবসায়ী ইদ্রিস ও তার ভাই সাগরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যাবসায়ী ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার ২ নং আসামী। হত্যাকান্ডের বিচারের দাবীতে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সাতলা বাজারে বিক্ষোভ মিছিল করেছে শত শত মানুষ।

সর্বশেষ