১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে বিদ্যাল‌য়ের বারান্দা থে‌কে বৃদ্ধের মর‌দেহ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুরে বিদ্যালয়ের বারান্দা থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মর‌দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (০১ জুন) সকা‌লে মর‌দে‌হ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌ল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে।

নিহত পরিমল দাস (৭৫) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা লক্ষনকাঠী গ্রামের মৃত গোপীনাথ দাসের ছেলে।

স্থানীয় চৌ‌কিদার এনা‌য়েত ক‌রিম জানান, প‌রিমলের উ‌জিরপু‌রে কোনো আত্মীয় স্বজন ছি‌ল না। দীর্ঘ‌দিন ধ‌রে সে এই এলাকায় থে‌কে যখন যা কাজ পে‌তো তা কর‌তো। এবং লস্করপুর স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়সহ যেখা‌নে পার‌তো সেখা‌নেই রা‌ত্রি যাপন কর‌তো।

‌তি‌নি জানান, সোমবার দিবাগত রা‌তে উ‌জিরপু‌রের লস্করপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের বারান্দায় প‌রিমল দা‌সের মর‌দেহ প‌রে থাক‌তে দে‌খে স্থানীয়রা থানা পু‌লিশকে অব‌হিত ক‌রেন।

উ‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিয়াউল আহসান জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে। অপমৃত্যু মামলা দা‌য়ের শে‌ষে মঙ্গলবার (১ জুন) সকা‌লে মর‌দে‌হের ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

সর্বশেষ