৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

উজিরপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্তা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক লম্পট বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে ৭ মাসের অন্তঃসত্তা করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক পালিয়ে বেড়াচ্ছে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়- উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের হতদরিদ্র মঞ্জু বেপারীর মেয়ে কিশোরী(১৭) কে একই বাড়ীর আজিজ বেপারীর ছেলে ১ সন্তানের জনক লম্পট শাহাবুদ্দিন(২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে তার সরলতার সুযোগ নিয়ে ফুসলিয়ে ১০ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পরে।

জানা যায়- গত বুধবার কিশোরীকে তার বাবা-মা একই এলাকার শাখাওয়াত বেপারীর ছেলে মালেক বেপারী(৩০) এর সাথে সামাজিক ভাবে বিবাহ দেয়। বিবাহের ২দিন যেতে না যেতেই কিশোরীর শারিরিকভাবে অসুস্থ্য হয়ে পরে। পরে কিশোরীকে তার খালা বরিশাল ডাক্তারের কাছে নিলে সেখানে ডাক্তার জানান ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্তা হয়েছে। তার বাবা-মা বিষয়টি জানতে পেরে তার মেয়ের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনা সবাই জানতে পারলে এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ১৪ জুলাই কিশোরীর চাচা আনোয়ার বেপারী বাদী হযে উজিরপুর মডেল থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হতদরিদ্র কিশোরীর পরিবার ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান মামলা নেয়া হয়েছে এবং আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ