২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আগৈলঝাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ ভোলার মেঘনা নদীর ব্লক বাঁধ ধসে নিহত ১, আহত ৫ দুমকিতে পোশাক পরে ডাকাতি করে ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক বানারীপাড়ায় সিজারের ১৭ দিন পর রোগীর পেট থেকে বের হলো গজ আমতলীতে মাইক্রোবাস খাদে পড়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা প্রকৌশলী আহত ১০৬ বছর পর হিজলা থানার সম্পত্তি উদ্ধার করলো পুলিশ শেখ হাসিনার নির্দেশে অনেক রাজনীতিবীদ মৃত্যুবরণ করেছে : ব্যারিষ্ট্রার কায়সার পবিপ্রবিতে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বরিশালে দুই কাভার্ডভ্যান ভর্তি টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩ পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

উজিরপুরে যৌতুকের দাবীতে নববধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্বামী, শশুর, শাশুরী কর্তৃক নববধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও নির্যাতিতা সুত্রে জানা যায়- উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের প্রভাবশালী শেখ ইউসুফ হোসেন শেখের ছেলে আল জাবের(২৫) এর সাথে একই গ্রামের নান্টু মোল্লার মেয়ে কানিজ ফাতেমা স্বর্না(২১) এর প্রেমের সম্পর্কের মাধ্যমে ৩১ আগষ্ট বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামীর স্ব-পরিবার মিলে কার্নিজ ফাতেমা স্বর্নার উপর অমানষিক ভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর বিকেলে স্বামী আল জাবের(২৫), শাশুরী হোসনেয়ারা বেগম, শশুর শেখ ইউসুফ আলি(৬০), ননদের জামাতা মেহেদি হাসান মাওলা, চাচা শশুর হাকিম হাওলাদার(৫৫) মিলে কার্নিজ ফাতেমাকে বাবার বাড়ী থেকে ৫ লক্ষ টাকা যৌতুক এনে দেয়ার কথা বলে সকলে মিলে তাকে তালাকের হুমকী দেয়। নববধূ অপারগতা স্বীকার করলে স্বামীর পরিবারের সকল সদস্যরা মিলে চুলে মুঠি ধরে বসত ঘরের দরজার লাঠ দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে সজ্ঞাহীন করে ফেলে রাখে। তার অবস্থা বেগতিক দেখে ঘটনা ধামাচাপা দিতে শশুর বাড়ীর লোকজন নববধূকে তার বাবার বাড়ীর সামনে রাস্তার উপরে পৌঁছে দিয়ে কোন রকম পালিয়ে যায়। আহতকে পরিবারের লোকজন উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিতা কানিজ ফাতেমা স্বর্না বাদী উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে ৩ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে উজিরপুর মডেল থানায় ০৩ নং একটি মামলা দায়ের করেছে। উক্ত মামলায় ৪ নভেম্বর বরিশাল আদালতে আগাম জামিন পেতে হাজির হলে আদালত অভিযুক্ত ইউসুফ আলি ও মেহেদী হাসান মাওলার জামিন নামঞ্জুর করে তাদের দুজনকে হাজতে প্রেরন করা হয়।

স্থানীয় সুত্রে আরো জানা যায়- প্রভাবশালী আল জাবের অর্থের গরিমায় এলাকায় নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পরেছে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। অভিযুক্তরা মোবাইল ফোন রিসিভ করেনি।

এ ব্যপারে ওসি তদন্ত মাহাবুবুর রহমান ৪ নভেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, মামলা নেয়া হয়েছে, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

ওই যৌতুকলোভীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন নির্যাতিতা পরিবার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ