২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উজিরপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, বাদীকে হুমকি

নাজমুল হক মুন্না ::
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে এক ড্রেজার ব্যাবসায়ীর দ্বিতীয় শ্রেনিতে পড়ুয়া কণ্যাকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে গত ২৫ সেপ্টেম্বর রাত ৯ টায় স্থানীয় এক ড্রেজার ব্যবসায়ীর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া কণ্যাকে নিজ ঘরে বসে ধর্ষণ করার চেষ্টা করে একই এলাকার মোঃ পল্টু খানের ছেলে মোঃ সুমন খান (২৬)। এসময় ওই কণ্যার ডাকচিৎকারে তার মা ছুটে আসলে বখাটে সুমন খান দৌড়ে পালিয়ে যায় । এ ঘটনা যানাযানি হলে ধর্ষকের বাবা মোঃ পল্টু খান( ৫০)ও তার ভাই মোঃ তোতা খানের ছেলে মোঃ সোহাগ খান (২৩) কন্যার বাবাকে উক্ত ঘটনা কাউকে কিছু না বলার জন্য হুমকি প্রদান করেন। তাদের হুমকি উপেক্ষা করে উজিরপুর মডেল থানায় গত ৩০সেপ্টেম্বর তিন জনকে অভিযুক্ত করে শিশুটির বাবা অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো কোনো অভিযুক্ত কে পুলিশ আটক করতে পারেনি। শিশুটির বাবা জানান,অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিচ্ছে । তার পরিবার বতর্মানে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। এ ব্যপারে অভিযুক্তদের মোবাইল ফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান, মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ