নাজমুল হক মুন্না: বরিশালে উজিরপুরে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্প্যাঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন। পুস্প্যাঞ্জলি অপর্ন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াদুদ সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সন্ধ্যায় আওয়ামীলীগের স্থায়ী কার্য্যালয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছ।
