৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

উজিরপুরে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি–দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও বরেণ্য সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণে বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলার পাঁচ উপজেলার পেশাজীবী সাংবাদিকদের নিয়ে স্মরণসভা ও -দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সভাপতি মো. জহির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায়সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান খান। প্রধান আলোচক ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির।এছাড়া সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানের স্মৃতিচারণ করে শোকসভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক ও বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ’র আগৈলঝাড়া প্রতিনিধি ওমর আল সানী, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খাইরুল ইসলাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দৈনিক কলমের কন্ঠ’র প্রতিনিধি বাসুদেব পারুয়া, উজিরপুরের বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব গুঞ্জন সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ফরিদ হোসেন প্রমুখ। পরে নির্ভীক সাংবাদিক মিজানুর রহমান খানের রুহের মাগফেরাত কামনায় পৌর সদরের জামিয়া কারিমিয়া মুসলিমপাড়া কওমী মাদরাসার শিক্ষক মাওলানা মো. নাসির উদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ