২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাবুগঞ্জে ইউএনও'র সেচ্ছাচারিতায় জনপ্রতিনিধিদের অসন্তোষ ! বর্ণিল আয়োজনে ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাধীনতা দিবস পালন রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ৫৩তম মহান স্বাধীনতা দিবসে বর্নিল আয়োজন লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির উদ্যোগে গণহত্যা দিবস পালিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীর কাশিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে মারধর  পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির উদ্যোগে স্বাধীনতা দিবসে আলোচনা সভা বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

উজিরপুরে হারতায় রাস্তা ভেঙ্গে নদীতে পড়ে যাচ্ছে


নাজমুল হক মুন্না ::
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজগামি চলালচের রাস্তা টি সন্ধ্যা নদীর শাখা কচাঁ নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় যে হারতা স্কুল অ্যান্ড কলেজে প্রায় ১৫০০ – ২০০০
হাজার ছাত্র ছাত্রী অধ্যায়নরত রয়েছে। এছাড়া পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে কচিকাঁচা কোমলমতি শিশুীরা প্রতিদিন যাতায়াত করেন। স্কুল অ্যান্ড কলেজে একটি এসএসসি, জেএসসি পরীক্ষা কেদ্র রয়েছে, তাছাড়া স্থানীয় হারতা বন্দরের প্রতিদিন হাজার, হাজার লোক চলাচল করে থাকে। হারতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বানিকান্ত মন্ডল তিনি বলেন পৃথিবী ব্যাপি দূর্যোগ পূর্ণ মহামারী করোনাভাইরাস জনিত কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অনলাইন ক্লাস এবং এ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে মাঝে মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। এজন্য অতিদ্রুত রাস্তা ও নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যাবস্তা গ্রহণ করে সংশ্লিষ্ট উধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানাই
হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুনিল কুমার বিশ্বাস তিনি বলেন হারতা স্কুল অ্যান্ড কলেজের রাস্তা টি সন্ধ্যা নদীর শাখা কচাঁ নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে কাজেই অতিদ্রুত রাস্তা নির্মাণ ও নদী ভাঙ্গা রোদের ব্যাবস্তা গ্রহণ করে এলাকার লোক জনের চলাচলের ব্যবস্তা গ্রহণের জন্য এলাকাবাসির পক্ষ থেকে জোর অনুরোধ জানাই। হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল মল্লিক তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন হারতা স্কুল অ্যান্ড কলেজ এর যাতায়াতের রাস্তা টি এলাকার জনগণের এবং ছাত্র, ছাত্রীদের চলাচলের চরম ভোগান্তি হইতেছে কাজেই সংশ্লিষ্ট উধ্বতন কর্মকর্তাদের নিকট অনুরোধ জানাই যাহাতে দ্রুত রাস্তা টি সংস্কার করে জনগণের চলাচলের সুব্যবস্তা গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা সম্পাদক সব্যসাচী হালদার লিটু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেন হারতা স্কুল অ্যান্ড কলেজ রোডের বেহাল অবস্থা, কারো চেখে পড়ে না..? পাইলিং দিয়ে দ্রুত সংস্কার না করলে হাজার,হাজার ছাত্র /ছাত্রী ও সাধারণ মানুষের দূর্ভোগের শেষ থাকবেনা। হারতা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি কৃষ্ণ পান্ডে তিনি বলেন হারতা স্কুল অ্যান্ড কলেজ রোডের রাস্তাটি আমার বাড়িতে চলাচলের রাস্তা, আমি হারতা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে উধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানাই যে জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারা বাংলাদেশে একটি উন্নয়নের মডেল রুপ নিয়েছে তারি ধারাবাহিকতায় আমরা চাই হারতা স্কুল অ্যান্ড কলেজের প্রধান রাস্তা টি অতিদ্রুত সংস্কার করে জনগণের চলাচলের সুব্যবস্থা গ্রহণ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ