৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

উজিরপুরে ৫ বছরের শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণ

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে এক লম্পট কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সাতলা গ্রামের মিতুল বেপারীর লম্পট ছেলে শিমুল বেপারী(১৯) ৩০ মার্চ সকাল ১০টায় একই গ্রামের রাজ্জাক মোল্লার ৫ বছরের কণ্যাকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি কাঁদকে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জানায়। এরপর এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধর্ষককে ধাওয়া করে কিন্তু তাকে কব্জা করতে পারেনি। এদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ২দিন ঘরে কতিপয় প্রভাবশালী ব্যস্ত ছিলেন। কিন্তু তারা ফলপ্রসু হয়নি।
এ ব্যাপারে ১ এপ্রিল উজিরপুর মডেল থানায় শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত শিশুল বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই শিশুটি খেলতে খেলতে লম্পট শিমুলদের বাড়ির সামনে গেলে চকলেটের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

এব্যাপরে উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, মামলা হয়েছে অভিযুক্ত আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।’

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ