৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হুন্ডিবাজদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিলে সৌদিআরব থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে ভোট বিপ্লবে চমক দেখাতে চান হাতি মার্কার মেয়র প্রার্থী আসাদুজ্জামান ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে পিতা পুত্রকে মারধর  পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে "সেনা নিকেতন" এর চাবি হস্তান্তর সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে যায়যায়দিন- ববি ভিসি উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে কুপিয়ে জখম  লম্পটের লালসার শিকার হয়ে এসএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা ।। বাউফলে কোস্ট গার্ডের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বরিশালে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মিয়াকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা পিরোজপুরের দুই ওসির বিরুদ্ধে ‘চিরকুট’ লিখে থানার পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যা

উজিরপুর পৌরসভাকে খ শ্রেণিতে উন্নীত করায় অভিনন্দন

নাজমুল হক মুন্না ঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করায় মহামান্য রাষ্ট্রপতি এ্যাডঃ আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ অঞ্চলের আওয়ামীলীগের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ পৌরবাসি। গত ২৮ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ফারজানা মান্নার স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখা থেকে ৮১১ নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক উজিরপুর পৌরসভাকে ‘গ’ শ্রেণি হতে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়। উজিরপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করায় পৌরবাসির মধ্যে আনন্দ উৎসাহ দেখা দিয়েছে। এ ব্যাপারে উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান, উজিরপুর পৌরসভাকে গ শ্রেণি হতে খ শ্রেণিতে উন্নীত করায় পৌরবাসি উন্নয়নের একধাপ এগিয়ে গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ