নাজমুল হক মুন্না ঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করায় মহামান্য রাষ্ট্রপতি এ্যাডঃ আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ অঞ্চলের আওয়ামীলীগের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ পৌরবাসি। গত ২৮ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ফারজানা মান্নার স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখা থেকে ৮১১ নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক উজিরপুর পৌরসভাকে ‘গ’ শ্রেণি হতে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়। উজিরপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করায় পৌরবাসির মধ্যে আনন্দ উৎসাহ দেখা দিয়েছে। এ ব্যাপারে উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান, উজিরপুর পৌরসভাকে গ শ্রেণি হতে খ শ্রেণিতে উন্নীত করায় পৌরবাসি উন্নয়নের একধাপ এগিয়ে গেছে।
