২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের শুভেচ্ছা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের আয়োজনে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৩০টি পরিবারের মাঝে শারদীয় শুভেচ্ছা খাবার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, প্রতিষ্ঠাতা সম্পাদক শাহেদ জামান, যুগ্ন সম্পাদক লিসা ইউছুফ, কোষাধ্যক্ষ রাজিব হাওলাদারসহ উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের সদস্যরা।
শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ৩০টি পরিবারের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার চিনিগুড়া চাল ২ কেজি, আলু ২ কেজি, তেল আধাকেজি, দুধ ২০০ গ্রাম, চিনি ১ কেজি, সয়াবিন ১ প্যাকেট, মুগ ডাল ১ কেজি, সাবান ১ টি, মিস্টি, নিমকি ও ছানা ইত্যাদি সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ