১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিসিসি থেকে বেতন নেন সাবেক মেয়রের বাসার কাজের লোক উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকের নামে হ*ত্যাচেষ্টা মামলা ঝালকাঠি সদর হাসপাতাল : ফিল্ম না থাকায় দেড় মাস ধরে এক্স-রে সেবা বন্ধ মঠবাড়িয়া বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার বরগুনায় ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্যে সং*ঘ*র্ষ, আ*হ*ত ৪ হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন বাদাম খান পটুয়াখালীতে জমির বি*রোধে ছোট ভাইয়ের হাতের কব্জি কে*টে নিলো বড় ভাই বরিশালে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম*রদেহ, পরিবারের দাবি হ*ত্যা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক বরিশালে এসএসসির সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উল্লাপাড়ায় কালভার্টের মুখ ভরাট করায় শতাধিক বিঘা জমিতে জলাদ্ধতা সৃষ্টি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চারলেন মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে কালভার্টের মুখ বন্ধ করেদেয়ায় প্রায় শতাধিক বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আবাদি জমি চাষাবাদ করতে না পারায় কৃষকরা চরম ক্ষতির মধ্যে পড়েছে। এছাড়াও পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০টি পরিবার। স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহেল কাফি ও তার স্বজনেরা সড়ক ও জনপথের জমি দখল করে জোরপুর্বক এ কালভার্টের মুখ ভরাট করেছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ভুক্তভোগী চাষিরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দায়ের করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানাগেছে।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়ক নির্মাণের থেকেই উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজারের পশ্চিমে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল।
সম্প্রতি রংপুর-এলেঙ্গা চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় সেখানে বড় কালভার্ট স্থাপন করা হয়। এদিকে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই কালভার্টটির দক্ষিণে মাটি ভরাট করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, তার দুই ভাই ফরিদুল ইসলাম ও আল-আমিন। কালভার্টের দক্ষিণ পাশের সওজের বড় জলাধারটি মাটি দিয়ে ভরাট করে দখল করে নেন তারা। ফলে পাঁচলিয়া, হাসানপুর, রানীনগর ও ধোপাকান্দি গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গত কয়েকদিনের টানা বর্ষণে মহাসড়কের উত্তর পাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি শতাধিক বিঘা জমির চাষাবাদ ব্যাহত হয়ে পড়েছে। ১০টি বাড়ী পানিবন্দী হয়ে পড়েছে।

পাঁচলিয়া গ্রামের ভুক্তভোগী জামাল উদ্দিন, আব্দুর রশিদ, গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ ও আব্দুল মালেকসহ একাধিক জানান, আমরা ৫০-৬০ বছর ধরে এ অঞ্চলে চাষাবাদ করছি। এবার ক্ষেতে পানি জমে যাওয়ায় আবাদ করতে পারছি না। কালভার্টের মুখ বন্ধ করায় রাস্তার উত্তর পাশের পানি দক্ষিণে যেতে পারছে না। ফলে চার গ্রামের ১০০ বিঘারও বেশি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনকি গ্রামের জাহাঙ্গীর, ওয়াসিম, ইয়ার আলী ও আব্দুল্লাসহ অন্তত ১০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুলল্লাহেল কাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে অপর ভাই আল-আমিন জানান, কালভার্টের দক্ষিণে আমাদের একশো ডেসিমাল জমি রয়েছে আর আমাদের জমির সামনে সওজের কিছু জায়গা রয়েছে। সামনে সওজের জায়গা লিজের জন্য আবেদন করে তারপর সেখানে মাটি ভরাট করেছি। এতে পানি নিস্কাশন বন্ধ হয়ে গেছে। এখন সরকার যদি চায় তবে আমাদের জমি লিজ নিয়ে কালভার্টের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিতে পারে। আমাদের জমি আমরা ভরাট করেছি, তাতে কার কি হলো সেটা আমাদের দেখার বিষয় নয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, কালভার্টের মুখটা বন্ধ করার পর তাকে বার বার বলা স্বত্বেও খুলে দেননি। আমরা নিজেরা এস্কেবেটর দিয়ে মুখ কিছুটা খুলে দিলেও পরে আবারও বন্ধ করা হয়েছে। এ ছাড়া চলতি বর্ষা মৌসুমে আওয়ামী লীগ নেতা ও তার ভাইদের বারবার বলার পরও তারা কোনো কর্ণপাত করছেন না। এই মুহুর্তে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ মাঠে না থাকায় পদক্ষেপ নিতে পারছি না।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল জানান, আমরা কোন জায়গা এখন লিজ দিচ্ছি না। যদি সে জলাধার বন্ধ করে তার বিরুদ্ধে জলাধার আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কৃষি অফিসার বিষয়টি তদন্ত করে দেখছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ