১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কুয়াকাটা সৈকতে মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে অনিয়মকে নিয়মে পরিণত করতে চান প্রধান শিক্ষক! কলাপাড়ায় ৭ দফা দাবিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাড. বাবলুর উপর হা*ম*লা বরিশালে পরিবহন থেকে মাছ ছিনতাই মামলার আসামী নিরাপরাধ যুবক(!) ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েস্তাবাদ ইউনিয়ন সভাপতির উদ্যোগে ২০ বছরের অধিক সময় অবহেলীত রাস্তা সংস্ক... উজিরপুরে গাছ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ব্যবসায়ীর মৃ*ত্যু নগরীতে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৩ বরিশালে যুবদল নেতাকে কু*পি*য়ে গরম পানি ঢে*লে দিলেন সাবেক ছাত্রদল নেতা বরিশালে শহীদদের তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে : জেলা প্রশাসক

একশ থেকে ২৫০ শয্যায় উন্নীত হচ্ছে বরিশাল সদর হাসপাতাল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: প্রতিষ্ঠার দীর্ঘ ১০৯ বছর পর বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সম্প্রতি সময়ে হাসপাতালের একশ’ শয্যা থেকে বাড়িয়ে ২৫০ শয্যা করার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শয্যা বাড়ানোর চূড়ান্ত অনুমোদনের পর হাসপাতালের জন্য ১২ তলা বিশিষ্ট ভবন নির্মানের দরপত্র আহবান করেছে বরিশাল গণপূর্ত বিভাগ। আগামী ১৬ সেপ্টেম্বর ঠিকাদার চূড়ান্ত করার দিনক্ষন নির্ধারন করা হয়েছে। ২৫০ শয্যার হাসপাতালের ভবন নির্মানে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য সেবায় বর্তমান সরকারের ব্যাপক উন্নতীর অংশহিসেবে অবশেষে বরিশালবাসীর স্বপ্ন পূরন হতে যাচ্ছে। অফিসিয়াল সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন দরপত্র আহবান করে কাজ শুরুর অপেক্ষা। তিনি বলেন, হাসপাতাল চত্বরে ২৫০ শয্যার জন্য একটি সু-বিশাল ভবন নির্মিত হবে। এজন্য আগের ছয়টি ভবন ভেঙ্গে ফেলতে হবে। যেকাজ খুব শীঘ্রই শুরু হবে। আর এসব কাজ বরিশাল গণপূর্ত বিভাগ বাস্তবায়ন করবে।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা বলেন, হাসপাতালের জন্য ১২তলা বিশিষ্ট ভবনের অনুমোদন হয়েছে। তবে প্রথমে দ্বিতীয়তলা ভবন নির্মিত হবে। পরে পর্যায়ক্রমে বাকি কাজসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হবে।

সচেতন বরিশালবাসী সদর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বরিশালের স্বাস্থ্য সেবার আরও একধাপ উন্নতী ঘটলো। একইসাথে শেবাচিম হাসপাতালের উপর ব্যাপক চাঁপ কমবে। রোগীরা মানসম্মত চিকিৎসা সেবা পাবে।

সূত্রমতে, ১৯১২ সালে ২০ শয্যা নিয়ে বরিশাল সদর জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। এরপর নব্বই দশকে ৮০ শয্যা এবং পরে ডায়রিয়ার ২০ শয্যা নিয়ে একশ’ শয্যায় রূপান্তরিত হয় বরিশাল সদর জেনারেল হাসপাতাল।

সর্বশেষ