২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এতিমখানার অর্থ আত্মসাৎ, বরিশালে ৩ জনের কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের একটি এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতের বিচারক মেহেদি আল মাসুদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা নেছারিয়া এতিমখানার সাবেক সভাপতি মো. সালেহ আহমেদ, সম্পাদক মাওলানা মোস্তফা সালেহীন ও কোষাধ্যক্ষ মো. ওয়ালিয়ার রহমান।

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী বাশার বলেন, ধানীসাফা নেছারিয়া এতিমখানাটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময় মাদ্রাসার নিজস্ব ২০ লাখ ও সরকারি সহায়তার ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এ নিয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারি এতিমখানার পরিচালক পর্ষদের সদস্য মো. নাছির উদ্দিন হাওলাদার পিরোজপুরের বিশেষ জজ আদালতে মামলা করেন।

মামলায় এতিমখানার তৎকালীন সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ ছাড়াও পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেনকে আসামি করা হয়।

পরে দুর্নীতি দমন কমিশনের বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল আমিন আসামিদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে অপর তিনজনের বিরুদ্ধে ২০১৯ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার শুনানিতে ২৩ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তিনজনের সাজার রায় ঘোষণা করেন বিচারক।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, কারাদণ্ডের পাশাপাশি তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন বিচারক।

সর্বশেষ