বরিশাল বাণী ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রাষ্ট্রপতির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহমেদ তৌফিক সাংবাদিকদের জানিয়েছিলেন, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।
এ পরিস্থিতিতে গত ৫ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।