বরিশাল বাণী’র সম্পাদক ও দৈনিক দক্ষিণাঞ্চলের বিশেষ প্রতিনিধি মামুন-অর-রশিদ এর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১নং চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।