অনলাইন ডেস্ক ::: কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে, প্রথমবার বিপিএল এ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিভাগের ঐতিহ্য ধরে রাখতেই লঞ্চে করেই শিরোপা বরিশালে নেয়ার ঘোষণা ফরচুন বরিশালের স্বত্বাধিকারি মিজানুর রহমানের। এই দলটা আগামীতেও ধরে রাখতে চান তিনি। শিরোপা জয়ে খুলে গেছে সম্ভাবনার দ্বার। ভবিষ্যতে বরিশালে খেলা আয়োজনের ঘোষণা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমানের।
একযুগে বদলে গেছে অনেক কিছুই। পদ্মা সেতু কমিয়ে দিয়েছে লঞ্চের গুরুত্ব। বরিশাল বার্নার্স থেকে বরিশাল বুলস হয়ে নামের আগে ফরচুন এসেছে। আগে তিনবার ফাইনালে উঠেও ভাগ্য বদলায়নি। শেষ পর্যন্ত বিপিএল চ্যাম্পিয়ন হলো বরিশাল। এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার। টানা তিন জয়ে শিরোপা তামিমের হাতে। অথচ শুরুর ব্যার্থতায়, এই দলটাকেই অনেকে কটাক্ষ করেছেন বুড়োদের দল বলে।
ঐতিহ্য ধরে রাখতে লঞ্চের ডেকে করে ট্রফি বরিশালে নেয়ার পরিকল্পনা ফরচুন চেয়ারম্যানের। দলের বুড়োদের আগামী বছরও ধরে রাখতে চান দলে।নিজ বিভাগে ট্রফি যাচ্ছে। এবার খেলাটাও বরিশালে নিতে চান প্রতিমন্ত্রী।
যদিও বাস্তবতা মেনে সেখানে বিপিএলের আয়োজন কঠিন বলেই মনে করেন মিজানুর রহমান। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা স্বস্তিতে আয়োজকরা। ভবিষ্যতে আরো জমজমাট বিপিএল উপহার দেয়ার প্রত্যাশা আয়োজকদের।