নিজস্বপ্রতিবেদক : বাকেরগন্জের দ: শিয়ালকুনি গ্রামে কবাই ইউনিয়ন আওয়ামিলীগ” সাধারন সম্পাদক জব্বার সিকদারের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গত রবিবার বিকেল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।আহতরা হলেন দ: শিয়াল কুনি গ্রামের আব্দুল রসিদ এর ছেলে জসিম(৩৫) আনোয়ার (৪৫)বসির (৪৮) ভাইর ছেলে সৈকত (১৮) সাগর (১৪)। এদের মধ্যে গুরত্বর আহত জসিম কে গুরত্বর অবস্থায় শেবাচিমে ভর্তি করা হয়।আহত সূত্রে জানাগেছে স্থানীয় জাহাঙ্গীরের বখাটে ছেলে হৃদয় দ: শিয়াল কুনি গ্রামের কোমন মুন্সির বাড়ির বৈঠোক খানায় দাড়িয়ে অন্য বাখাটেদের সাথে ধুমপান করছিল। এসময় আহত বসিরের ছেলে সৈকত তার বন্ধু সাগর ও রেদওয়া বকাটে হৃদয় কে দুরে গিয়ে ধুমপান করতে বলে।এতে হৃদয় সাথে সৈকতের বন্ধু সাগরের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে সাগর হৃদয় কে একটি চর দেয়।এরই জের ধরে হৃদয় তার ২০/২৫ জন সহযোগী নিয়ে সাগরকে খুজে না পেয়ে সৈকত কে ধরে নিয়ে সরকারি পুকরের পারে নিয়ে মারধর করে।এ ঘটনার পর সৈকতের বাবা বসির স্থানীয় চেয়ারম্যান জহিরুল হক বাদল তালুকদাকে জানায়।তিনি তাদের প্রথমে চিকিৎসা নিতে বলে পরে মিমাংসার কথা বলে জানায়।এদিকে চেয়ারম্যান এর কাছে নালিস দেওয়া ক্ষিপ্ত হয় হৃদয়ের চাচা কবাই আলীগের ” সাধারন সম্পাদক জব্বার সিকদার।আর এরই জের ধরে জব্বার সিকদার, জাহাঙ্গীর সিকদার,তারেক,রানা,সাইম সাব্বির হৃদয়, সহ অজ্ঞাত ২০/২৫ জন সৈকতের বাবা বসির, চাচা জসিম, আনোয়ার,সাগর, সৈকত কে মারধর করে।এ সময় ধারালো আস্রদিয়ে কুপিয়ে গুরত্বর যখম করে।পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে প্রেরন করে।এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে।
