২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কবি জসীম উদ্দীন সাহিত্য সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল সহিত্য সংগঠক হিসেবে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কবি জসীম উদ্দীন সাহিত্য সম্মাননা-২০২১’ এ ভূষিত হয়েছেন। লেখক উন্নয়ন কেন্দ্রের  উদ্যোগে কবি জসীম উদ্দীনের জন্মোৎসব উপলক্ষে ২২ জানুয়ারি বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি দেশবরেণ্য শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করেন।কবি জসীম উদ্দীন জন্মোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক কবি জয়শ্রী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলী, কবি জসীম উদ্দীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার জসীম উদ্দীন, কবি ও সাংবাদিক সাবিনা ইয়াসমিন, ভেড়ামারা পৌরসাভার মেয়র আনোয়ারুল কবির টুটুল ও ড. ফোরকান উদ্দীন।  লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম কনক এর সঞ্চালনায় অনুষ্ঠানে কবি- সাহিত্যকিসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করে আসছেন। ছাত্র জীবন থেকে তিনি ছড়া, কবিতা, প্রবন্ধ লেখে ইত্যিমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। লায়ন মোঃ গনি মিয়া বাবুল রচিত বা সম্পাদিত গ্রন্থসমূহ ঃ ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, নিমন্ত্রণ, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালোবাসতে বাসতে, নীল জলে  প্রেম, একটি বক্তৃতার পংতিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই ইত্যাদি। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ