৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কবি হেনরী স্বপনসহ তিন জনের জামিন

নিজস্ব প্রতিবেদক :: খ্রিষ্টান ধর্মালম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের কবি হেনরী স্বপনসহ তিন জনের জামিন দিয়েছেন আদালত। রবিবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত জামিনের এই আদেশ দেন।

মামলার অপর দুই আসামিরা হলেন, আলফ্রেড সরকার, জুয়েল সরকার। সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটির অভিযোগ গঠন শুনানি জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।’

এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২০১৯ সালের ১৫ মে বরিশাল কাথলিক চার্চের ধর্ম যাজক ফাদার লাকাভালিয়ের গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরি স্বপনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন। পরের দিন বরিশাল কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেফতার করেন। এরপর চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ আল মামুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ