১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম প্রাণঘাতি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। দীর্ঘ ১৬ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে ফলোআপ পরীক্ষায় প্রতিমন্ত্রীর করোনা নেগেটিভ আসে।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম নিজেই মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, তিনি করোনা মুক্ত হয়ে বর্তমানে সম্পূর্ন সুস্থ রয়েছেন। সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আজ শনিবার (১৮ জুলাই) তিনি বাসায় ফিরেছেন।

এর আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর করোনা পজেটিভ আসলে গত ১ জুলাই তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ