৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এর মৃত্যু

এম.এ.আর নয়ন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না। বুধবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলাটিতে মোট ৪ জন মৃত্যুবরণ করলো।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবির।
চুয়াডাঙ্গা জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করেন সদর উপজেলার বলদিয়া গ্রামের এক যুবক।
জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যমতে, চুয়াডাঙ্গা  জেলায় মোট করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৩৩৬ জন। বুধবার জেলাটিতে নতুন করে ১৩ জন রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলার ৭ জন, জীবননগর উপজেলার ৫ জন এবং দামুড়হুদা উপজেলার ১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০৫ জন।
Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ