৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনায় বেড়েছে মৃত্যু কমছে শনাক্ত !

নিউজ ডেস্ক : করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে । করোনায় গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু। এদিন মৃত্যু হয়েছে ছয়জনের। তবে নতুন করে করোনা রোগী শনাক্তের সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় ১৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন শনিবার (৪ ডিসেম্বর) ২৫৩ জনের শনাক্ত হয়েছিল করোনা। আর মারা গিয়েছিলেন চারজন।

এদিকে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

একই সময়ে সারাদেশে ১৬ হাজার ৪২৮ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ