৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

করোনায় মহাবিপাকে বরিশালের পত্রিকা বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক :: করোনা মহামারির কারণে বিপদে পড়েছে বরিশাল নগরীর পত্রিকা বিক্রেতারা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষজন ঘর থেকে কম বের হওয়ায় পত্রিকা বিক্রি অর্ধেকে নেমেছে। এরফলে পরিবার নিয়ে আর্থিক অনটনে পড়েছে পত্রিকা বিক্রেতারা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে সারা দেশেই আতঙ্কের সৃষ্টি হয়। সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয়েছিল দেশের বেশ কিছু এলাকা। জরুরি প্রয়োজন ছাড়া বরিশালেও ঘর থেকে বের হয়নি লোকজন। আর সে কারণে প্রিন্ট পত্রিকা বিক্রি কমে যায়। এতে অনেক পত্রিকা হকারদের রুজি রোজগার বন্ধ হয়েছে।

নগরীর সদর রোড এলাকার পত্রিকা বিক্রেতা মো. সায়েম বলেন, আগে দৈনিক হাজার ১২শ টাকার পত্রিকা বিক্রি হলেও করোনার কারণে এখন ২শ টাকা বিক্রি করতেও কষ্ট হয়। সরকারি কোন সাহায্য সহযোগিতা পাই না। পরিবার নিয়ে অনেক কষ্টে আছি।

রূপতলী এলাকার পত্রিকা বিক্রেতা কবির হোসেন বলেন, হকাররা অনেক শ্রম দিয়ে সঠিক সময়ে পাঠকের হাতে পত্রিকা তুলে দেন। তাদের কথা কেউ ভাবে না। করোনা ভাইরাস প্রদুর্ভাব শুরুর দিকে কিছু সাহায্য করা হয়েছিল কিন্তু বর্তমানে হকাররা খুব কষ্টে আছে।

বরিশালে কর্মরত কয়েকজন সংবাদকর্মী বলেন, বৈশ্বিক এ মহামারির কারণে বর্তমানে পত্রিকা বিক্রেতারা চরম অনাটনে আছে। আমরা সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেছি। এখন তাদের প্রয়োজন সরকারি সহযোগিতা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ