নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতি করোনাভাইরাস জয় করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদারসহ আরও ৭৪ সদস্য কাজে যোগ দিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) সুস্থ হওয়া বিএমপি কর্মকর্তা-সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। একই সাথে করোনা যুদ্ধে শাহাদাত বরণকারী প্রত্যেক শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএমপির সহকারী পুলিশ কমিশনার (ফোর্স এন্ড ট্রাফিক) মোঃ মাসুদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুরদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান পিপিএম, বিভাগীয় প্রধান ডা. জগদীশ মিস্ত্রীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, করোনা ভাইরাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) এখন পর্যন্ত মোট ২৪৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন মোট ২০৯ জন।