অনলাইন ডেস্ক :: বরিশাল বিভাগে সোমবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে বরিশালে একজন ও ভোলায় একজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৬৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ১৬৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪২ হাজার ৭৯৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৬৫৪ জন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে ২৭ দশমিক ১২ শতাংশ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩২০ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোমবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ১৩২ জন রোগী।