১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনা সংক্রমণ রোধে মাঠে বরিশাল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। দিন দিন বাড়ছে শনাক্তের সংখ্যা। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলায় ২৪ ঘন্টায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে জেলা প্রশাসন। দিনরাত এক করে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরই ফলশ্রুতিতে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন অলিগলি এবং গুরুত্বপূর্ণ সড়ক, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট সংলগ্ন স্থানে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রমের শুভ সূচনা করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। দিনভর চলবে বরিশাল নগরীতে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম।

এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় নিয়ে লিফলেট বিতরণ করেন। এ কাজে সহযোগিতা করেন জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ