চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা : মহামারী করোনা ভাইরাস সচেতনতায় প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম।
বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সৌজন্যে বৈশ্বিক মহামারী কোভিড(১৯) করোনা ভাইরাস পরিস্থিতিতে করণীয় কি? প্রসঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেন উপজেলা জলবায়ু ফোরামের সদস্য সাংবাদিক সোহেব চৌধুরী।
উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক এর নেতৃত্বে উপজেলার প্রত্যেক ইউনিয়নে মহামারি করোনা ভাইরাস সচেতনতায় এ প্রচার ও প্রচারণাসহ লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা জলবায়ু ফোরাম।
বৃহস্পতিবার (৫নভেম্বর) বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,সিএফটিএম প্রকল্পের একাউন্টস অফিসার মো.ইব্রাহিম ও চরফ্যাশন প্রেসক্লাব সদস্য সাংবাদিক এম লোকমান হোসেন প্রমুখ।