২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ডে‌কে নি‌য়ে যুবককে মা*রধ*র, যুবদল নেতার ভিডিও ভাইরাল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় শা‌লিস করার নাম করে মা‌ছের গ‌দি‌তে ডে‌কে নি‌য়ে হা‌বিবুল্লাহ ভূঁইয়া না‌মের এক মোটরসাই‌কেল চালক‌কে মারধর করার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে স্থানীয় যুবদল নেতার বিরু‌দ্ধে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ভিডিও চিত্রটি ছড়িয়ে পড়ে।

গাজা সেবন করার প্রতিবাদ করা এবং স্থানীয় এক আওয়ামীলীগ নেতা‌কে মোটরসাই‌কেলে বহন করার কারণে হা‌বিবুল্লাহকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন আহত হা‌বিবুল্লাহর এক নিকটাত্মীয়।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার ধুলারসার ইউ‌নিয়‌নের চরচাপ‌লি এলাকায়।

আহত মোটরসাই‌কেল চালক হা‌বিবুল্লাহ ভূঁইয়া কলাপাড়া উপ‌জেলা মৎস্যজী‌বী লী‌গের সহসভাপ‌তি মোঃ দে‌লোয়ার ভুঁইয়ার ছে‌লে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর আত্মীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ধুলারসার ইউ‌নিয়ন যুবদলের নেতা ফের‌দৌস আলম ওখানকার এক‌টি মা‌ছের গ‌দি‌তে ডে‌কে নি‌য়ে হা‌বিবুল্লাহসহ আ‌রও তিন চারজন‌কে পি‌টি‌য়ে গুরুতর জখম ক‌রে‌। প‌রে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রে‌খে তা‌দের‌ ছে‌ড়ে দেয়া হয়। ঘটনার সময় ওখানে উপস্থিত ছিলেন ইউ‌নিয়ন যুবদলের সদস্য সচিব ইশতিয়াক জাহানসহ বিএনপি নেতাকর্মীরা।

অভিযুক্ত যুবদল নেতা ফের‌দৌস আলম জানান, রা‌গের মাথায় কাজ‌টি ক‌রে‌ছি। আস‌লে এ‌টি ভুল হ‌য়ে‌ছে। তবে হা‌বিবুল্লাহর না‌মে জে‌লে‌দের টাকা-মোবাইল ফোন চু‌রিসহ একা‌ধিক অ‌ভি‌যোগ থাকায় তাকে ডে‌কে নি‌য়ে ক‌য়েক‌টি চড়থাপ্পড় মে‌রে‌ছি। প‌রে ওর বাবা‌কে ডে‌কে এ‌নে সব‌কিছু বুঝিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ