২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে অ*প*হ*রণ, অভিযুক্ত গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় মাইশা মনি (১০) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হারুন মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বুধবার (২৬ মার্চ) দুপুরে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

এরআগে শিশুটি অপহরণকারীর চোখ ফাঁকি দিয়ে নিজ বাড়িতে এসে পৌঁছায়। পরে বিকালে ওই শিশুটির বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় হারুন মৃধার নামে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালী বাদুরা গ্রামের হারুন মৃধা কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশু মাইশাকে বড় মসজিদ সংলগ্ন সড়কের উপর থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সারারাত তাকে তার ঘরের টয়লেটে আটকে রাখে। রাতভর মাইশার বাবা মোরশেদ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অবগত করেন। বুধবার সকালে হারুন মাইশাকে তার ঘরে তালাবদ্ধ করে বাজারে চলে আসেন। মাইশা এ সুযোগে কৌশলে পিছনের দরজা খুলে বাড়িতে এসে তার পরিবারকে সব খুলে বলেন। পরে হাসপাতাল প্রাঙ্গন থেকে হারুনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ