কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় তেগাছিয়া বাজারে বসে এক হাজার জেলেদের মাঝে ৫৬ কেজি হাড়ে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন ও ট্যাগ অফিসার। চাল বিতরণ কালে ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। ঘুর্নিঝড় ইয়াস ও অবরোধ চালাকালীন সময় জেলেরা এচাল পেয়ে খুবই আনন্দিত। মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, চাল দেয়ার সময় আমি প্রতিটি ওয়ার্ড মেম্বারদের কাছে ঘুরে ঘুরে তদারকি করি যাতে কোন প্রকার অনিম না হয়।
