২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় ‘আই লাভ ইউ’ বলায় ক্ষেপে গিয়ে দুই জেলেকে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক :: পটুয়াখালীর কলাপাড়ায় দুষ্টুমির ছলে ‘আই লাভ ইউ’ বলায় দুই জেলেকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে জালাল ফকির নামের এক জেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জালাল ফকিরকে রাতেই গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

রোববার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছালাম (২৫) ও সোহেল (৩০)। তারা উপজেলার বাবলাতলা এলাকার বাসিন্দা।

আটক জালাল ফকির গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন জেলে বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘাটে ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান দুষ্টুমির ছলে জালাল ফকিরকে ‘আই লাভ ইউ’ বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বাবলাতলা বাজারে ফের এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছালামের পেটে ছুরিকাঘাত করেন জালাল। ওই সময় সোহেল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন তিনি।

বাবলাতলা বাজারের ব্যবসায়ী সুকদেব বলেন, বাজারে কয়েকজন জেলের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি দেখে তাদের কাছে যেতে না যেতেই জালাল ফকির নামের ওই লোক পাশে থাকা দুজনকে ছুরিকাঘাত করেন। পরে সবাই মিলে জালালকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

রাত ২টায় সালাম ও সোহেলের ট্রলার মালিক আলী হোসেন পালওয়ান বাদী হয়ে কলাপাড়া থানায় জালাল ফকিরকে আসামি করে একটি মামলা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জালাল ফকিরকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আহত ছালাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহেল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ