১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় কাওমী ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

ইমন আল আহসান.কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ০৬ নভেম্বর।। ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে উদ্দেশ্য করে ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কাওমী ওলামা ঐক্য পরিষদ ও সমাজ কল্যাণ সংস্থা’র ডাকে শুক্রবার জুমা নামাজ বাদ এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া কাওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতী মো: সাঈদুর রহমান, সহ-সভাপতি মাওলানা মো: নিজাম উদ্দিন ফয়েজী, সাধারন সম্পাদক মুফতী মো: ফেরদাউসুল হক গাজী, যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা মো: আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতী মো: রাশেদ আরাফাত, প্রচার সম্পাদক মাওলানা মো: খলিলুর রহামান, কুয়েতী কাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মো: ইয়ামিন, খেপুপাড়া নেছারুদ্দীন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: নাছির উদ্দিন, প্রভাষক মাওলানা মো: মাছুম বিল্লাহ রুমী, চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া পৌর কাউন্সিলর হাফেজ মো: আল- আমিন সরদার প্রমূখ। প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
##
ইমন আল আহসান
কলাপাড়া প্রতিনিধি
০৬.১১.২০২০।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ