২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় নমব শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেফতার ৩

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ইউসুফ শিকদারকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে প্রধান আসামী ইউসুফ সিকদার (২১), খলিল সিকদার (৫৫) ও হাসান সিকদার (২৬) কে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে।

জানা গেছে- গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার পথে ইউসুফ বাবা ও ভাইয়ের সহযোগিতায় তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বাদী মামলা দায়ের করলে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।’

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ